সানিয়ার প্রাথমিক শিক্ষা মূলত বাংলাদেশে। নার্সারি থেকে তৃতীয় শ্রেণী উদয়ন বিদ্যালয়ে পড়েছেন। ১৯৮৭ সালে, স্কুলের চতুর্থ শ্রেণীতে, নাইজেরিয়ায় পড়াশোনা করেন এবং পঞ্চম শ্রেণী উদয়ন স্কুলে শেষ করেন। ১৯৮৯ সালে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। এরপর তিনি অ্যাডেলেইডের কাওয়ান্ডিলা প্রাইমারি স্কুল, মেলবোর্নের ওকলি হাই স্কুল ও মেন্টোন গার্লস সেকেন্ডারি কলেজে পড়াশোনা করেন। উচ্চশিক্ষায় তার প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সিডনি এবং ডিকিন ইউনিভার্সিটি, যেখানে তিনি জৈব বিজ্ঞান ও মনোবিজ্ঞান নিয়ে পড়েছেন। বর্তমানে মেলবোর্ন শহরে বাস করছেন।
তার উপন্যাস 'হসপিটাল' প্রকাশিত হয় ২০১৯ সালে, বহিঃপ্রকাশ থেকে। এর ইংরেজি অনুবাদ ২০২৩ সালে সীগাল ও জিরামন্ড পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়। অস্ট্রেলিয়ায় ২০২৪ সালে 'Hospital' স্টেলা প্রাইজ ও মাইলস ফ্র্যাঙ্কলিন লিটারারি অ্যাওয়ার্ড এর জন্য শর্টলিস্টেড হয়েছে। সানিয়া এখন তার দ্বিতীয় উপন্যাস 'মিনা' নিয়ে কাজ করছেন।